নিজস্ব প্রতিবেদক 1 year ago
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সফররত ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ভুয়ং দিন হুয়ে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান।
বাংলাদেশে ভিয়েতনামের প্রেসিডেন্ট এবং ভিয়েতনামে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফর উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, এর মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে।
রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিকসসহ বিশ্বমানের পণ্য আমদানি করতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানান।
মো. সাহাবুদ্দিন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের প্রতি ভিয়েতনামের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আশা করেন রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবাসনে ভিয়েতনাম বড় ভূমিকা পালন করবে।
সাক্ষাৎকালে ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ভুয়ং দিন হুয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে গভীরভাবে আগ্রহী তার দেশ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে ভুয়ং দিন হুয়ে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সরকারের লক্ষ্য বাস্তবায়নে তার দেশ সহযোগিতা দিয়ে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান ও ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
লালবাগে মিষ্টির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে
ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি
তিন দিনের সফরে বুধবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই : আইনমন্ত্রী
রাজধানীর মদিনা মার্কেটে আগুন
মামলা তদন্তের দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে পিবিআই: আইজিপি
সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সরকারের সহযোগিতা পাচ্ছি: ইইউ’র চিঠির জবাবে সিইসি
ভিসানীতির কোনো প্রভাব পড়বে না পুলিশের ওপর: ডিএমপি
তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার নির্দেশ রাষ্ট্রপতির
‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ: আল-জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী
ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে
রাজধানীতে মাদক গ্রেপ্তার ৩২
প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন
মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু
আমার বিরুদ্ধে মাইকিং করা ছেলের চাকরিও হয়েছে আমার হাত দিয়ে: তথ্যমন্ত্রী
স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে: রাষ্ট্রপতি
বিএনপি কি আসলেই নির্বাচন চায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে
মাধ্যমিক শিক্ষায় বিশ্বব্যাংকের ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন
নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশের মানুষও স্যাংশন দেবে: প্রধানমন্ত্রী
যুদ্ধ-সংঘাত পরিহার করে মানবকল্যাণে কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী
ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির