নিজস্ব প্রতিবেদক 1 year ago
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ দাবি করেন।
বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
মির্জা আব্বাস বলেন, আমি আবারও অনুরোধ জানাব, ৪৮ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা সময় চলে গেছে। আর ৩৬ ঘণ্টার মধ্যে যেন দেশনেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা কথা আমি আবারও বলছি, এই অবস্থায় দেশনেত্রীর যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাদের কারও কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখব না। আমি দুঃখিত আমি একটু বোধহয় আবেগপ্রবণ হয়ে গেছি।
মির্জা আব্বাস বলেন, একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোনো আইন-টাইন কাজে লাগে না। যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয়, তখন তার জন্য যে চিকিৎসা দরকার, সেটা করা দরকার। এটা হলো মানবিক আইন। আন্তর্জাতিক জেনেভা কনভেনশনের একটা আইন আছে- সেই আইনে উনি চিকিৎসা পেতে পারেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা আশা করছি সরকার এই সুযোগটা নেবেন। দেশনেত্রীকে বিদেশে তারা পাঠিয়েছেন-এই সুযোগটা তারা নিতে পারেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিলাদ মাহফিলে সাবেক ছাত্রনেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
উত্তরায় চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আব্বাসের
খালেদা জিয়াকে নিয়ে আইনবিরোধী কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
পরাশক্তির স্যাংশনে বিএনপি-জামাত আত্মহারা হয়ে উঠে: বাহাউদ্দিন নাছিম
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি মির্জা ফখরুলের
‘ভিসানীতির কথা বলে লাভ নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো’
আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান
যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
‘ভিসানীতির পরে বিএনপির নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে’
মার্কিন ভিসানীতির প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ
বন্দুকের জোরে ক্ষমতায় আসে না আওয়ামী লীগ: জাহাঙ্গীর কবির নানক
‘নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কী করল না এতে কিছু যায় আসে না’