নিজস্ব প্রতিবেদক 1 year ago
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ৬ দিন সিঙ্গাপুর ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই।
ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।
গণতন্ত্রকে সুরক্ষা করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ইচ্ছায় কি নির্বাচন হবে কি হবে না? আওয়ামী লীগ চায় বিএনপিসহ সবাই আসুক। তবে নির্বাচনবিরোধী সকল কিছু জনগণ প্রতিহত করবে।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে। ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়। কেউ আসলে তাদেরকে সহায়তা করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পড়ে কিনা সেটিই দেখার বিষয়। আওয়ামী লীগের মনোবলের কোনো ঘাটতি নাই, বিএনপির থাকতে পারে।
নিজস্ব প্রতিবেদক
উত্তরায় চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আব্বাসের
খালেদা জিয়াকে নিয়ে আইনবিরোধী কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
পরাশক্তির স্যাংশনে বিএনপি-জামাত আত্মহারা হয়ে উঠে: বাহাউদ্দিন নাছিম
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি মির্জা ফখরুলের
‘ভিসানীতির কথা বলে লাভ নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো’
আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান
যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
‘ভিসানীতির পরে বিএনপির নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে’
মার্কিন ভিসানীতির প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ
বন্দুকের জোরে ক্ষমতায় আসে না আওয়ামী লীগ: জাহাঙ্গীর কবির নানক
‘নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কী করল না এতে কিছু যায় আসে না’