নিজস্ব প্রতিবেদক 1 year ago
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার লক্ষ্যে শেখ হাসিনা আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানি, জামায়াতি যারা এদেশ ও মহান মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন এদেশকে পাকিস্তান বানানো চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। বিপদগামী বিএনপি জামায়াত দেশবিদেশে অপ্রচার করছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন কোন পরাশক্তি স্যাংশান দেয় তাহলে তারা আত্মহারা হয়ে উঠে। দেশের মানুষ যখন নির্বাচনে ভোট দেবার জন্য প্রস্তুত হচ্ছে তখন তারা চায় নির্বাচনকে বানচাল করতে।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। এ অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, যারা আগামী নির্বাচকে বানচাল করতে চায় কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংখ্যালঘুদের হামলা করে তারা দেশেকে অস্থিতিশীল করতে পারে তাই সর্তক থাকাতে হবে। বিএনপির পদযাত্রা, কালো পতাকার মিছিলের সমালোচনা করে বলেন এভাবেই তাদের শবযাত্রা হবে। নির্বাচন এলে বিএনপি জামায়াত গণতান্ত্রিক নির্বাচনকে উল্টো পথে নিতে ষড়যন্ত্র করে জ্বালাও পোড়াও শুরু করে। কিন্তু তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বির সঞ্চালনা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
উত্তরায় চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আব্বাসের
খালেদা জিয়াকে নিয়ে আইনবিরোধী কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
পরাশক্তির স্যাংশনে বিএনপি-জামাত আত্মহারা হয়ে উঠে: বাহাউদ্দিন নাছিম
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি মির্জা ফখরুলের
‘ভিসানীতির কথা বলে লাভ নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো’
আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান
যুক্তরাষ্ট্রের ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
‘ভিসানীতির পরে বিএনপির নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে’
মার্কিন ভিসানীতির প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ
বন্দুকের জোরে ক্ষমতায় আসে না আওয়ামী লীগ: জাহাঙ্গীর কবির নানক
‘নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কী করল না এতে কিছু যায় আসে না’